HRIDAYAM Movie Review

HRIDAYAM (2022)🖤❤️

IMDb...:8.5/10 (8,555)
Personal..® 🖤🖤🖤



🟢NO SPOILER🟢


One Of The Most Beautiful Film In Malayalam Film Industry. মালায়লাম ইন্ডাস্ট্রির ফিল্ম দেখার অনূভুতি সব সময় লিখে প্রকাশ করার যায় না। প্রায় ১ মাস পর কোন মুভি মনোযোগ দিয়ে দেখতে বসলাম, যদিও মুভিটা বেশ কিছুদিন যাবত ডাওনলোড করা ছিলো এক্সাম এর কারনে দেখার সুযোগ তৈরি হয়ে উঠেনি। মুভি দেখার পর এতটা ভালোলাগা কাজ করবে আশাকরি নাই, এই মুভির রেশ কাটতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। মালায়লাম ইন্ডাস্ট্রি সবসময়ই ভিন্ন, ন্যাচারাল, বাস্তব ভিত্তিক গল্পের অবলম্বনে ফিল্ম তৈরি করে থাকে এটাও তার ব্যাতিক্রম ছিলো না। মুভির প্রতিটা মূহুর্তে ব্যাপক লেভেলের ভালো লাগা কাজ করেছে, মন ফ্রেশ করে দেওয়ার মতো ফিল্ম।কিছু কিছু ফিল্ম আছে যেগুলা শুরু থেকেই আপনাকে এমন ভাবে attract করবে যে আপনি আর সেখান থেকে এক সেকেন্ডের জন্যেও মনোযোগ ফেরাতে পারবেন না এটা তার মধ্যে একটি। 
ফিল্মে এর স্টোরিটা এতটাই সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যে স্টোরির প্রতিটা বিষয় আপনার জীবনে ফুটিয়ে তুলতে ইচ্ছে করবে। কলেজে হোস্টেল লাইফে মাস্তি করা, কলেজ ফাকি দেওয়া, মারামারি করা, টিনএজার ভালোবাসা, ছেকা খাওয়া, ডিপ্রেশনে ভোগা, ডিপ্রেশন কাটিয়ে উঠা, অনুপ্রেরণা যোগানো, ইমোশন, নিজের শখ ইচ্ছেকে প্রতিফলিত করা, আরো কত কি। এর সাথে ছিলো ছোটখাটো অল্প কিছু মেসেজ যা ফিল্মের স্টোরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ফিল্মের চরিত্র গুলাও একেবারে জাস্টিফাই ছিলো, ইজিলি চরিত্র গুলার সাথে কানেক্ট হওয়া যাচ্ছিলো যা এই ফিল্মের সবচেয়ে ভালো দিক গুলোর একটা। কারন কোন ফিল্মের চরিত্রে সাথে যদি কানেক্টেড হওয়া না যায় তাহলে সেই ফিল্মের স্টোরির সাথে তাল মিলিয়ে আগানো যায় না কেমন যেনো খাপছাড়া ভাবে চলো আছে যেটা এই ফিল্মে একটুও লাগেনি। 
যদি এই ফিল্ম সম্পর্কে দুই এক শব্দে বলতে হয় তাহলে বলতে হবে Beautiful & Emotional.
#MALAYALAM_FEST_2022
[দ্রষ্টব্যঃ লেখাটা কিছুূিন আগে আমার টাইমলাইনে লিখেছিলাম]
Happy Watching 🙂
#sf_movie_review🙂
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ 🙂

Written By : SF Siful Islam



Post a Comment

Previous Post Next Post