প্রিয়তমা ২৯ জুন ২০২৩ ইদে মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ প্রযোজিত একটি সিনেমা। অভিনয়ে আছেন সুপারস্টার শাকিব খান,ইধিকা পাল আরও অনেকে।
Synopsis
অ্যাকশন আর রোম্যান্স এর কম্বিনেশন প্রিয়তমা গল্পটি তৈরি হয়েছে। গল্পের দুই প্রধান চরিত্রে থাকা শাকিব ও ইধিকা দুজন এর অভিনয় ছিল দুর্দান্ত।কাজী হায়াত,শানু বাকি সবার অভিনয়ও প্রশংসনীয়।Plot
গল্পের প্রথম অংশে নায়ক এর সাথে ভিলেন এর ক্ল্যাশ দেখানো হয়েছে। বেশ কিছু অ্যাকশন ও স্বল্প টুইস্ট আছে সেখানে । দ্বিতীয় অংশে শাকিব, ইধিকার দারুন কমেডি এবং রোম্যান্স ভরা কেমিস্ট্রি দেখা গেছে যার শেষ হয়েছে এক করুন বিচ্ছেদ এর মাধ্যমে। প্রিয়তমার নাম থেকে মনে হয় এটা রোমান্টিকতার আদলে তৈরি কোন ফিল্ম হ্যাঁ ঠিকই ধরেছেন তবে এটা শাকিব খানের গতানুগতিক অন্যান্য সব প্রেম কাহিনি নিয়ে নির্মিত মুভির মতো গার্ভেজ নির্মাণ এটি নয়।এটি একদম ভিন্ন জনরার যেই ফিল্মটা কিনা আপনাকে হাসাবে, কাদাবে।যেই ফিল্ম দেখে আপনি রোমান্স, স্যাডনেস,একশন সবই উপভোগ করতে পারবেন।আমাদের দেশে একটা প্রথা প্রচলিত যে,কমার্শিয়াল এলিমেন্টে কোনো সিনেমা নির্মাণ করলে সেটার স্টোরি হয়ে যায় দুর্বল কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে সেটা ভিন্ন মাত্রা পেয়েছে।যথেষ্ট শক্তিশালী ও ন্যাচারাল গল্পের সিনেমা প্রিয়তমা।
Performances
এই সিনেমার লীড হিরো শাকিব খান এর কথা’ কি অসাধারণ অনবদ্য সাবলীল অভিনয়’ অনেক বছর পর শাকিব খানের অভিনয় হৃদয় ছুঁয়ে গেছে। ইধিকা পাল মুভির লীড হিরোইন।এককথায় নিউকেমার হিসেবে অসাধারণ অভিনয়। পরিচালক হিমেল আশরাফ তার কাস্টিং এ যেখানে যাকে দরকার সেখানে তাকে কাস্ট করেছে। এই সিনেমার লোকেশন গুলো নিয়ে যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে।লোকেশন দুর্দান্ত ছিল, সচারাচর সিনেমাগুলোর মধ্যে এমন লোকেশন দেখা যায় না। একেবারে প্রানবন্ত লোকেশন।
Direction and Cinematography
সিনেমাটোগ্রাফি ছিল এভারেজ। তবে কালার গ্রেডিং বেশ নির্ভুল ছিল। পাশাপাশি লোকেশন গুলো খুব ভালো ছিল। গল্পের সাথে প্রতিটা লোকেশন খুব ভালো মানিয়ে ছিল।পরিচালক হিমেল আশরাফ নতুন হিসেবে (২য় ছবি) অনেক ভালো কাজ করেছে, তার মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়া গেছে,ওর উপর ভরসা করে ভবিষ্যতে আরো ভালো সিনেমা নির্মাণ সম্ভব।
Soundtrack and Score
প্রতিটা গান ই ভালো ছিল। বিশেষ করে ঈশ্বর গানটি খুব ই ভাল লেগেছে। এই মুভি এর বিজিএম নিয়ে আলাদা করে বলতেই হয়, প্রতিটা সিন এর বিজিম ছিল পারফেক্ট।
শাকিব খান ও ইধিকা পাল
Main Cast
শাকিব খান
Role:সুমন
ইধিকা পাল
Role: ইতি
The Verdict
প্রিয়তমা
নেগেটিভ দিক বলতে সিনেমাটোগ্রাফি তেমন একটা ভালো হয় নি এভারেজ। কালার গ্রেডিং ও যথেষ্ট ভালো ছিল। বিজিএম মিডিয়াম কোয়ালিটি কোথাও একটু বেশিই রাউডলি হয়েছিল। তাছাড়া আর সব দিকই ভালো ছিল।সিনেমার মেকিং টপ লেভেলের না হলেও শাকিবের অন্যান্য ফিল্ম গুলোর তুলনায় যথেষ্ট ভালো ছিলো।এই মুভির গল্পের লেখক "মরহুম" ফারুক হোসেন কক্সবাজার সমুদ্রে গিয়েছিলেন। তার কিছু ফটো দেখলাম সম্ভবত ফটোগুলো ছিলো ২০১৫ সালের, তার লুকটিকে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়তমা মুভির শাকিব খানের মধ্যে। সত্যিই এটার জন্য হিমেল আশরাফ ভাইকে আবারও একটা থ্যাংকস দিতে চাই কারন গল্পের লেখকের প্রতি শ্রদ্ধা রেখেই প্রিয়তমা মুভিটা নির্মান করা হয়েছে।
সবমিলিয়ে সিনেমাটি সুন্দর। সবার একবার হলে সিনেমাটি দেখা উচিত।শাকিব খানের ক্যারিয়ার এ নতুন একটি ভালো সিনেমা যুক্ত হলো। personal rating:7/10
Searching for more movie reviews? Check out our other reviews here.