The Greatest of All Time (GOAT) Movie Review - Wox Review

The Greatest of All Time Movie Review - Wox Review

🎬 The Greatest of All Time (GOAT) Movie Review

Movie Details

Name: The Greatest of All Time (GOAT)

Year: 2024

IMDb Rating: 7.8/10

Director: Venkat Prabhu

Cast: Thalapathy Vijay, Prashanth, Prabhu Deva, Mohan, Sneha, Laila, Ajmal Ameer

Genres: Action, Science Fiction

Running Time: 179 minutes (revised to 183 minutes)

Original Language: Tamil

Streaming On: Netflix (after theatrical release)

The Greatest of All Time Poster

Review by Wox Review

দেখে ফেললাম থালাপাতি ভিজয় অভিনীত নতুন মুভি 'The Greatest of All Time'. প্রথমে ভাবছিলাম হিন্দি ডাবিং কেমন হবে....তবে সংকেত এর দেওয়া ভয়েস মানানসই লেগেছে। মুভির পজিটিভ দিক নিয়ে বলতে গেলে বলবো, মুভিতে সবার অভিনয় অনেক ভালো ছিলো। মুভির অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, শুটিং লোকেশন এবং 'Yuvan Shankar Raja' এর দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সবকিছু ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট বলতে গেলে ভিএফএক্স অনেক জায়গায় ভালো লাগেনি কিছু কিছু জায়গায় চোখে লেগেছে।

মুভির অল্প কিছু কমেডি ছিলো যা তেমন কাজ করেনি। তবে গল্প ভালো ছিলো। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। মুভির রানটাইম তিন ঘন্টা যার প্রথম অংশ বেশ দ্রুত এগিয়েছে কিছু টুইস্টের সাথে যেটা আগেই প্রেডিক্ট করতে পেরেছিলাম এবং সেকেন্ড অংশ অনেকগুলো টুইস্ট এর সাথে একটু স্লো চললেও তেমন বোরিং লাগেনি। ক্লাইমেক্স সেরা লেগেছে অনেক স্পয়লার লিখতে গিয়েও বারবার কেটে দিছি। মুভি দেখে তারপর সবাই ইঞ্জয় করুন। 'Master', 'Leo' এই দুটো মুভিতে ভিজয় এর ইন্ট্রো এর একটা মিউজিক ছিলো যেটা গুজবাম্প ছিলো। এই মুভিতেও একইরকম একটা টাইটেল কার্ড ইন্ট্রোতে দেয়া হয়েছে যা রীতিমতো গুজবাম্প ছিলো।

হালকা স্পয়লার :

২০০৮ সালে কেনিয়ায় (SATS) কর্মকর্তা সদস্য গান্ধী, সুনীল,কল্যান,অজয়, ৪ জন মিলে মেননের কাছ থেকে চুরি হওয়া ইউরোনিয়াম উদ্ধার করে সম্পুর্ন ট্রেন জ্বালিয়ে দেয়।গান্ধীর স্ত্রী অনু জানে না তার স্বামী কি করে। কিন্তু একদিন ব্যাংককে ভেকেশন কাটাতে গিয়ে গান্ধীর উপর আক্রমন হয় সেদিন সন্দেহ করে অনু গান্ধিকে।গান্ধী প্রেগন্যান্ট অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায় গান্ধী।গান্ধির ছেলে জিভানকে একটা সিটে বসিয়ে গান্ধী হাসপাতালের ফর্মে সিগনেচার করে ফিরে এসে দেখে জিভান নেই যেখানে গান্ধী তাকে বসিয়ে রেখে গিয়েছিল। সিসিটিভি তে দেখতে পায় এক মহিলা জিভানকে নিয়ে কোথাও যাচ্ছে? সেই মহিলা কে? জিভানের নিখোজ হওয়া থেকেই সম্পুর্ন সিনেমার মোড় ঘুরে যায়,বাকি টা আপনাকে দেখতে হবে জনাব? বিজয়, প্রভু দেভা,প্রশান্ত,জয়রাম এক ফ্রেমে দারুন লাগছে।

কাহিনি :

ক্যারিয়ারে সফল অভিযানের পরও একজন এজেন্ট ব্যক্তিগত জীবনে দূর্ঘটনার কারণে অবসরে চলে যান। কিন্তু তার অতীত তার জীবনকে কোন মোড়ে নিয়ে যাবে সেটা জানতে হলে মুভিটা আপনাকে দেখতে হবে।


সিনেমার প্রথম পজেটিভ দিক আমার কাছে মনে হয়েছে যে, এমন একশন সিনেমায় একটা গল্প আছে যেটার প্রথমার্ধে যথেষ্ঠ ইমোশনাল এবং দ্বিতীয়ার্ধে একটা ক্রাইম থ্রিলার ঘরণায় রূপ নেয়। একশন ফিল্ম মানেই এমন ছিলো না যে শুধুই একশন ।


এই সিনেমার জন্য বিজয় ডাবল পারিশ্রমিক নিয়ে থাকলেও তিনি তার অভিনয়ে কোনো খামতি রাখেননি। বাবা, ছেলে দুইজনের বিপরীত চরিত্র এবং সেটা বয়সের দিক থেকেও-দুইভাবে ফুটিয়ে তুলতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। একদম সাবলীল অভিনয় যাকে বলে। কিন্তু এর জন্য সিনেমার বাজেট অনেক বেড়ে যায় ফলে অনেক কম রেমুনারেশনের অভিনেতাদের সিনেমায় নিতে হয়েছে এবং বেশ কিছু জায়গায়(একশন দৃশ্যতে) ভিএফএক্স ও নিম্নমানের হয়ে যায়।


সিনেমার প্রথমার্ধের কমেডি, ইমোশনাল দৃশ্যগুলো, ইন্টারভেল টুইস্ট, ক্লাইম্যাক্স বেশ ভালো এক্সপেরিয়েন্স দেয়, সিনেমাটাকে উপভোগ্য করে তোলে। বিজিএম এভারেজ হলেও গানগুলো জঘন্য যেটা দ্বিতীয়ার্ধে ভালো কিছু থ্রিলিং মোমেন্টস থাকা স্বত্তেও সিনেমাটাকে ক্ষতিগ্রস্ত করে। ক্লাইম্যাক্স এর শেষটাতে ইমোশনাল একটা ভাইভ দিলে আরো ভালো লাগতো ব্যাপারটা। সবমিলিয়ে এটা বিজয়ের সিনেমা। বিজয়কে দিয়েই নির্মাতা দর্শকদের পুরোপুরি শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছেন। একটা গল্প থাকার জন্যও সিনেমাটাকে ভালো বলা যায়।


User Rating:

⭐⭐⭐⭐
Vijay

Thalapathy Vijay
as Gandhi

Prashanth

Prashanth
as Sunil

Prabhu Deva

Prabhu Deva
as Rajiv Menon

Post a Comment

Previous Post Next Post