The Lunchbox মুভিটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সিনেমা যেটি পরিচালনা করেছেন রিতেশ বাত্রা এবং অভিনয় করেছেন প্রয়াত ইরফান খান এবং নিমরাত কর। মুভিটিতে ইরফান খান "সাজান ফার্নেন্ডেজ" ও নিমরাত কর "ইলা" চরিত্রে অভিনয় করেছেন।
Can you fall in love with someone you haven’t met? কেমন হবে আপনি যাকে ভালোবাসেন তার সাথে কোনদিন আপনার দেখাই হয়নি।। এই ছবিতে দেখানো হয়েছে এক বিবাহিতা মহিলা যার নাম ইলা তার হাজবেন্ডের জন্য প্রতিদিনেত টিফিন পাঠান অফিসে, কিন্তু কোন এক ভাবে সেটা তার হাজবেন্ডের কাছে না যেয়ে অন্য আরেকজন এর কাছে যাচ্ছে, সেটা হলো মিস্টার ফার্নেন্ডেজ, যিনি একজন মধ্য বয়সি লোক। যখন ইলা বুঝতে পারে সেটা ভুল লোকের কাছে যাচ্ছে তখন সে টিফিনের মধ্যে চিঠি পাঠিয়ে দেয়, সেটার আবার রিপ্লাই একইভাবে মিস্টার ফার্নেন্ডেজ পাঠিয়ে দেন, এইভাবে চিঠি আদান প্রদান চলতে থাকে, এইভাবে এক চমকপ্রদ উপায়ে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠে, এদিকে ইলাার পার্সোনাল লাইফ মোটেও ভালো ছিলো না, বাবার অসুস্থতা, স্বামীর পরকীয়া, বিভিন্ন সমস্যাই জর্জরিত। অপরদিকে মিস্টার ফার্নেন্ডেজ বড়ই একা, এবং তার ওয়াইফ মারা গেছে। এখন এরা দুজন কি নিজেদের দেখা কোনদিন পাবে?? জানতে হলে এখনই দেখে নিন সুন্দর এই মুভিটি। এটি খুবই আন্ডাররেটেড একটি মুভি, আপনি না দেখে থাকলে বলবো দেখে নিন, দেখার পর আপনার মধ্যে খুব খুব মিশ্র কিন্তু সুন্দর অনুভুতি কাজ করবে। ভালোবেসে ফেলবেন চরিত্রগুলোকে। প্রত্যেকের পারফরমেন্স ছিল এখানে দুর্দান্ত, আর ইরফান খানের কথা কি বলবো, ইনি চোখ দিয়ে অভিনয় করেন, এই লোকটা লেজেন্ড, মিস হিম সো ব্যডলি, তার মত অভিনেতা খুব কমই আছে।
Happy Watching.
Personal Rating: 9/10
Imdb Rating: 7.8/10
Trailer: