Memories of Murder - WoxReview

Memories of Murder - WoxReview

Memories of Murder

জীবনে তো অনেক থ্রিলার মুভি দেখেছেন।কখনো কি সত্য ঘটনার উপর নির্মিত থ্রিলার মুভি দেখা হয়েছে❓যেই মুভির শেষ সেকেন্ডও আপনাকে কাহিনির সাথে আটকে রাখে❓যা আপনাকে ভাবতে বাধ্য করে-না এই খুনি,আবার মনে হয় না অন্য কেও‼সত্য ঘটনার উপর নির্মিত থ্রিলার,কল্পনার উপর নির্মিত থ্রিলার মুভির থেকে কতোটা ভয়ংকর হতে পারে‼কখনো কি আচ করতে পেরেছেন❓এটি এমনি একটি সত্য ঘটনার উপর নির্মিত এক অসাধারন মুভি▪

Table of Contents

Plot

১৯৮৬সাল।এক ভয়ংকর সিরিয়াল কিলার একে একে শহরের নিরীহ নারীদের অকপটে খুন করে যাচ্ছে।খুনের উদ্দেশ্য কি❓আত্নতৃপ্তি নাকি অন্যকিছু‼সবগুলো খুনের প্যাটার্ন একই রকম-বৃষ্টিস্নাত রাত,লাল রঙের পোশাকধারী রুপবতী মহিলা।কয়েকটি হত্যকান্ড-তিনজন আনাড়ি ডিটেক্টভ।নেই কোনো পর্যাপ্ত প্রশিক্ষণ বা লোকবল কিংবা পর্যাপ্ত যন্ত্রপাতি,যা দিয়ে তদন্তকাজ দ্রুত হতে পারে।তিনজন ডিটেক্টিভ নিজস্ব স্টাইলে কেসটা সলভ করতে চায়।এদের মধ্যে একজন ইন্টারোগেশনে বিশ্বাসী,আরেকজন নথিপত্রে,অন্যজন বিশ্বাস করে যে,সে যেকোনো মানুষের দিকে তাকিয়ে বলে দিতে পারে কে অপরাধী‼গোয়েন্দারা নিজেদের সবটুকু দিয়ে চেস্টা করে যায় খুনিকে ধরতে।একে একে তারা অনেকজনকে সন্দেহ করে কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না।আসলে কি গোয়েন্দারা তাদের নিজস্ব স্টাইলে কেসটি সলভ করতে পারবে❓নাকি অন্যকিছু❓এসকল প্রশ্নের উত্তর দিবে মুভিটি।

Characters

Song Kang-ho, Kim Sang-kyung, Kim Roi-ha, Park Hae-il, Byun Hee-bong

Performances

কোরিয়ান'রা মিস্ট্রি, থ্রিলার বানাতে পারদর্শী, এছাড়া চরিত্র গুলোর সঙ্গে emotionally attach করে দেওয়ার এক ম্যাজিক আছে তাদের মধ্যে। প্রতিটা মুহূর্তে আমরা যা ভাবি, পরবর্তী মুহূর্তে তার পুরো বিপরীত ঘটে। অবশ্যই, এই সিনেমাটির শেষেও একটি unimaginable twist আছে...।

Direction

স্টোরি থেকে শুরু করে অভিনয়,সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে মুভিটাকে অসাধারন বল্লেও কম হবে। ডিরেক্টর বং জুন-হো এর প্রশংসা না করলেই নয়। কি অসাধারণ মুভি মেকিং।

Music

আর পাঁচটা থ্রিলার ফিল্মের মত গতানুগতিক নয় এই ছবি।অনেক,অনেকটাই আলাদা।দুর্ধর্ষ গতিময় চিত্রনাট্য বা বুক ছ্যাঁত করে ওঠার মত বিজিএম



Trailer



Cultural Impact

মুভির শেষ অংশে যে টুইস্ট দেখানো হয়,তাতে ইচ্ছে হবে নিজের চুল যেন নিজে ছিড়ি।বলে উঠবেন কি ছিল এটা‼সত্য ঘটনার উপর নির্মিত থ্রিলারগুলো বোধ হয় এমনি হয়।যার শেষ সেকেন্ডও আপনাকে নতুন কিছু ভাবাতে বাধ্য করে।

Controversy

২ ঘন্টা ১১ মিনিটের মুভিতে ইকটুও বোর হওয়ার চান্স নেই । প্রচুর থ্রিল পাবেন । বং জুন হো এর ডিরেকশন যে কতটা ভার্সেটাইল তা এই মুভি দেখলেই বুঝবেন । মুভির সিনেমাটোগ্রাফির প্রশংসা করতেই হয় । সব মিলিয়ে জোস একটা মুভি ।

Conclusion

” Memories Of Murder ” পরিচালক Bong Joon-ho এর ২য় ছবি এবং এ ছবি তাকে A লিস্টেড কোরিয়ান পরিচালকদের তালিকায় নিয়ে যায়। সে ২০০০ সালে এ ছবির কাজ শুরু করলেও প্রথম ৬ মাস স্ক্রিপ্ট লেখাও শুরু করেন নি ,শুধু মার্ডার সম্পর্কিত তথ্য কালেক্ট করে গেছেন। এ থেকেই বোঝা যায় এ মুভি তৈরির আগে কতটা রিসার্চ করা হয়েছে। মাঝে মাঝে ভাবি কোরিয়ানরা মানুষ না অন্য কিছু।কিভাবে পারে তারা এমন করে প্রতিটি সিনেমা বানাতে,যার প্রতিটা প্রতিটার থেকে আলাদা।আর সিনেমার রেশ থেকে যায় অনেক দিন।মনে ঘুরতে থাকে শুধু কি দেখলাম,এ কীভাবে সম্ভব‼

Post a Comment

Previous Post Next Post